
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চোট থেকে ফিরেই আইপিএলে প্রভাব ফেলেছেন যশপ্রীত বুমরা। ভারতীয় পেসারের ইকোনমি রেট ৬.৯৬। তাঁর বিরুদ্ধে রক্ষণাত্মক ক্রিকেট খেলছে অধিকাংশ ব্যাটার। আইপিএলের প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। পিঠের চোট সারিয়ে বুমরা ফেরার পর সাতের মধ্যে ছয় ম্যাচ জিতেছে মুম্বই। প্রতি ম্যাচে অন্তত ১০টি ডট বল দিচ্ছেন তারকা পেসার। সাত ম্যাচে ৬৯টি ডট বল দেন। একমাত্র খলিল আহমেদ এবং জস হ্যাজেলউডের ডট বলের সংখ্যা তাঁর থেকে বেশি। তবে ওভার প্রতি আটের বেশি রান দিয়েছে তাঁরা। সেখানে বুমরার ইকোনমি সাতের নীচে। যার ফলে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গে ভারতীয় পেসারের তুলনা টানলেন অ্যাডাম গিলক্রিস্ট।
চলতি আইপিএলের শুরুটা ভাল হয়নি বুমরার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে উইকেট পাননি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৪ রান দেন। কিন্তু তারপর থেকে আবার ছন্দে ফেরেন। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। মোট ৮ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন। এবার তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা। অ্যাডাম গিলক্রিস্ট বলেন, 'ও হয়তো সর্বকালের সেরা ফাস্ট বোলার। পরিসংখ্যান এবং পরিস্থিতি বিচার করলে, তেমনই মনে হবে। আমার মনে হয় স্যার ডন ব্র্যাডম্যানের পরিসংখ্যানের সঙ্গে ওর মিল আছে। সতীর্থদের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। আমার মনে হয় বুমরাও ঠিক তাই। প্রচুর বৈচিত্র আছে ওর বোলিংয়ে। সতীর্থদের থেকে এবং বিশ্বের অন্যান্য বোলারদের থেকে ও অনেকটাই এগিয়ে। সেটাই বলে দিচ্ছে ও কতটা গ্রেট।' ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা তাৎপর্যপূর্ণ। অবসর নেওয়ার সময় টেস্টে তাঁর গড় ছিল প্রায় ১০০। অন্য কোনও টেস্ট ব্যাটারের ৬৫ এর বেশি গড় নেই। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটারের দাবি, সব ফরম্যাটেই বর্তমানে একনম্বরে বুমরা।
হোটেলে বিশ্রামে কাটালেন, ইডেনে চেন্নাইয়ের প্র্যাকটিসে না থেকেও ছিলেন ধোনি
বেঞ্চে বসে এক চালেই ঘুরিয়ে দিলেন খেলা, শ্রেয়সের কীর্তি ফাঁস করলেন পন্টিং, কী চলছে প্রীতি জিন্টার দলে?
ফের ফ্লপ পন্থ, অসন্তুষ্ট গোয়েঙ্কার ভিডিও ভাইরাল
সূর্যবংশীকে পরামর্শ সৌরভের, ইডেনে খেলা দেখে অভিভূত সাউথগেট
রাসেল আরও দু'তিন বছর খেলতে চায়, জানালেন বরুণ
‘ঝড় তুলে দে, আমি সঙ্গে আছি’, কোহলির পেপ টকেই সফল দয়াল? রহস্য ফাঁস করলেন আরসিবি তারকার বাবা
অধিনায়কত্ব, ব্যাটিংয়ের পাশাপাশি আম্পায়ারের কাজও করে দিচ্ছেন ধোনি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
বৈভবে হতাশ সৌরভ, নাটকীয় ম্যাচে রাসেল ঝড়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল কেকেআর
রঘুবংশী, রাসেলের তাণ্ডব দেখল ইডেন, ২০ ওভারে কলকাতার রান ২০৬
মুম্বই ইন্ডিয়ান্স নয়, চ্যাম্পিয়ন হিসেবে এই দলকে বেছে নিলেন সানি
নেহরার 'সিক্রেট সিগন্যাল'এ বাজিমাত সিরাজ-প্রসিদ্ধের? ভাইরাল ভিডিও
আইপিএল জিততে হলে কী করতে হবে কোহলিদের? বাতলে দিলেন প্রাক্তন তারকা
এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া
আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি
বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল
'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের
ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক
রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন
কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার